শীতের সঙ্গে বাঙালির সম্পর্ক একটু অন্য রকম, পরিবার-পরিজন নিয়ে একটু নিরিবিলি সময় কাঁটাতে শিশুদের নিয়ে সময় কাঁটাচ্ছেন চড়ুইভাতি করার জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্রে.কলকাতা থেকে অল্প দূরত্বের মধ্যে টাকি হাসনাবাদ.উত্তর ২৪ পরগনায় মধ্যে ছোটখাটো ভ্রমণও করার জন্য আদর্শ জায়গা।একেবারে প্রকৃতির মাঝে অন্য সময় কাটানো।এর কাছাকাছি রয়েছে মিনি সুন্দরবন ও টাকির পুরোনো জমিদার বাড়ি। টাকি শ্মশানঘাট এলাকায় রয়েছে টাকি ইকো ট্যুরিজম পার্ক। টাকির ইছামতী নদীর পাশে রয়েছে চড়ুইভাতি করার জন্য যাবতীয় ব্যবস্থা।চড়ুইভাতি করার মাঝে সময় কাটানো জন্য ইছামতী নদীতে নৌকায় ভ্রমণ ও করতে পারেন।কিন্তু মনে রাখতে হবে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি, তাই সঙ্গে সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে নিতে ভুলবেন না।
কী ভাবে যাবেন টাকিতে?
কলকাতা থেকে বারাসাত হয়ে টাকি রোড হয়ে ঘণ্টা দুই ।এ ছাড়া যারা ট্রেনে আসতে চান তাঁরা শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেনে চড়ে টাকি রোড স্টেশনে নেমে ভ্যান বা টোটোয় চেপে চলে আসতে পারেন টাকিতে।স্টেশন থেকে ভ্যান বা টোটোর পৌঁছে যেতে পারেন টাকিতে ভাড়া মাথাপিছু ১০-২০ টাকা(চালক কে ভাড়া টা ঠিক ভাবে বলে নেবেন )। টাকি ইকো ট্যুরিজম পার্কের প্রবেশমূল্য ১৫ টাকা ( পতিবেদন এর সময় ডিসেম্বার ২০১৮)।
Tags:- টাকি ইকো পার্ক,Taki Eco Park,Taki Eco Park 2019,Eco Tourism Park at taki,Eco Tourism Park at hasnabad,taki image,taki picture,taki new image, taki river side,taki hasnabad,taki picnic,taki best picnic sport,taki tower,taki sundarban,taki mini sundarban,taki picnic spot,hasnabad picnic spot,best picnic spot west bengal,sundarban picnic spot,taki picnic garden,picnic garden taki hasnabad,hasnabad picnic garden,bosirhat picnic garden,taki river side picnic garden,Picnic Spots Near Kolkata,taki Picnic Spots Near Kolkata,hasnabad Picnic Spots Near Kolkata,best place in taki,best place in hasnabad,taki banglades, hasnabad banglades.vlogger,travel vlog kolkata,taki video, taki durga puja,Eco Tourism Park west bengal,Eco Tourism Park sundarban,Taki Tourist Spot,Taki Tourist Spot 2019,best Taki Tourist Spot,new Taki Tourist Spot.
0 Comments